Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম!

ইচ্ছে করে বর্বর হই

ইচ্ছে করে বর্বর হই বর্বরতার বিরুদ্ধে,
যেমন হয়েছিলো নাকশাল-জঙ্গিরা।
ইচ্ছে করে সন্ত্রাসী হই, সন্ত্রাসের বিরুদ্ধে,
যেমন হয়েছিলো ক্ষুদিরাম-প্রীতিলতা।
ইচ্ছে করে যোদ্ধা হই যুদ্ধের বিরুদ্ধে,
যেমন হয়েছিলো বীর মুক্তিকামী যোদ্ধা।
ইচ্ছে করে বিধ্বস্ত হই ধ্বংসীদের বিরুদ্ধে,
যেমন হয়েছিলো তালেবান-আল কায়েদা।

কিন্তু আমি জানি তাতে কিছুই হবেনা,
মাঝখানে লাশ দেখবে অযোদ্ধার ঘরে ঘরে।
কারণ রণাঙ্গন আজ মহাবিশ্ব,
রণাঙ্গন নয় আজ ক্ষুদ্র পরিসরে।

নব উদ্যমে তবু জেগে উঠো প্রাণ
যুদ্ধ হবে যুদ্ধ,
সত্যবচনের আঘাতে আঘাতে
মিথ্যে হবে রুদ্ধ।
জ্বলে পুড়ে ছাড়খার হবো
জ্বালাবোনা কাউকে,
জ্বলবোনা কারো সুদ্ধ।
নিজেরে বিলিয়ে গড়বো ধরা,
আসো শুদ্ধ হই, পরিশুদ্ধ।

©ইলিয়াস আহমেদ