শুধু ক্ষমতার পরিবর্তন নয়...
শুধু ক্ষমতার পরিবর্তন নয়, পরিবর্তন জরুরি আমাদের 'কোর সিস্টেম'-এ। সেই পরিবর্তনের প্রয়োজনীয়তা বা উদ্যোগ যখনই শুরু হবে হবে, ঠিক তখনই 'গণতন্ত্রের পুনরুদ্ধার বা প্রতিষ্ঠা'-র তকমা দিয়ে থামিয়ে দেয়া হয়। 'ক্ষমতাসীন সরকার' বলতে আমরা যতটুকুন বুঝি, আসলে তা সারফেস লেভেলের। দেশ ও দেশের নীতিনির্ধারণের পেছনে রয়েছে দেশি-বিদেশি কর্পোরেটশ্রেণি ও সুবিধাভোগীগোষ্ঠী। এসব বলয় এতই শক্তিশালী যে, এদের ছকেবাঁধা নিয়মের বাইরে খুব কমই সিদ্ধান্ত নিতে পারে 'ক্ষমতাসীন সরকার'। তাই আমি ব্যক্তিগতভাবে যেকোন রাজনৈতিক দলকে নিয়ে খুব বেশি আশাবাদীও না, আবার সম্পূর্ণ দোষ তাদের উপর দিতেও ইচ্ছুক না। আমাদের কোর সিস্টেমটাই তৈরি করা হয়েছে এমন ভাবে, যে-ই আসুক, ঐ সিস্টেমের মধ্য দিয়েই চলতে হবে।
জানুয়ারি ০৩, ২০২৫